Friday, September 29, 2023
বাড়িজাতীয়পৃথিবীর কোনও শক্তি আমাকে রুখতে পারবে না : চন্দ্রবাবু নাইডু

পৃথিবীর কোনও শক্তি আমাকে রুখতে পারবে না : চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ৯ সেপ্টেম্বর (হি.স.): গ্রেফতার হওয়ার পরই ক্ষোভ উগরে দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তিনি জোর দিয়ে জানিয়েছেন, তেলুগু জনগণের স্বার্থ রক্ষার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন এবং কোনও শক্তিই তাঁকে আটকাতে পারবে না।

দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর এক্স-এ একটি পোস্টে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, “গত ৪৫ বছর ধরে, আমি নিঃস্বার্থভাবে তেলুগু জনগণের সেবা করেছি। আমি তেলুগু জনগণের স্বার্থ রক্ষার জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রস্তুত। পৃথিবীর কোনও শক্তিই আমাকে তেলুগু জনগণ, আমার অন্ধ্রপ্রদেশ এবং আমার মাতৃভূমির সেবা করা থেকে বিরত রাখতে পারবে না।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য