Sunday, December 22, 2024
বাড়িরাজ্যআগুনে পোড়া শরীর নিয়ে ঘরে ছটফট করছে গৃহবধূ, পাড়া-প্রতিবেশী বাঁচাল গৃহবধূর জীবন

আগুনে পোড়া শরীর নিয়ে ঘরে ছটফট করছে গৃহবধূ, পাড়া-প্রতিবেশী বাঁচাল গৃহবধূর জীবন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : স্ত্রীর শরীরে আগুন লাগিয়ে চার দিন ধরে ঘর বন্দী করে রাখল পাষণ্ড স্বামী। গৃহবধূ চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে হাসপাতাল নিয়ে যায়। এলাকাবাসী অভিযুক্ত স্বামী গৌতম সাহাকে পিটিয়ে তক্তা করে তুলে দিল পুলিশের হাতে। ঘটনা বিশালগড় কড়ুইয়ামুড়া দুই নং ওয়ার্ড এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, পাষণ্ড স্বামী গৌতম সাহা তার স্ত্রীর উপর প্রতিনিয়ত অত্যাচার ও মারধর করে। গত মঙ্গলবার স্বামী গৌতম সাহা তার স্ত্রী সোমা সাহার গায়ে আগুন লাগিয়ে দরজা বন্ধ করে রাখে।

পরে গৃহবধূ কোনক্রমে আগুন নিভিয়ে পানে বাঁচে। তারপর অভিযুক্ত স্বামী গৃহবধূকে এ বিষয়ে মুখ না খুলতে হুঁশিয়ারি দিয়ে প্রানে মারার হুমকি দেয়। কিন্তু আগুনের যন্ত্রণা সহ্য করতে না পেরে গৃহবধূ ঘরে চিৎকার শুরু করে শুক্রবার রাতে। তখন পার্শ্ববর্তী বাড়ির লোকজন গৃহবধুর চিৎকার শুনে ছুটে এসে গৌতম সাহার বাড়িতে গিয়ে দেখতে পায় ৪ দিন আগে স্ত্রী গায়ে আগুন লাগিয়ে ঘরে বন্দী করে রেখেছে স্বামী। পাড়া-প্রতিবেশী উত্তেজিত হয়ে স্বামী গৌতম সাহাকে বিশালগড় মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয়। আর স্বামীর হাতে অগ্নিদগ্ধা গৃহবধূকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয় বর্তমানে অগ্নিদগ্ধা গৃহবধূর চিকিৎসা চলছে। এলাকাবাসীর দাবি গৌতম সাহাকে কঠোর শাস্তি প্রদান করার।

এদিকে গৃহবধূর বক্তব্য গত মঙ্গলবার অভিযুক্ত স্বামী তাকে ১০০০ টাকা দিয়ে দোকানের জিনিস আনার জন্য পাঠায়। সে পুরো টাকা খরচ করায় তাকে সুদে আসলে দু হাজার টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসার জন্য বলে। তখন গৃহবধূ রাজি না হওয়ায় এই ঘটনা সংঘটিত করেছে অভিযুক্ত স্বামী। এখন দেখার বিষয় বিশালগড় মহিলা থানার পুলিশ পাষণ্ড স্বামী গৌতম সাহার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য