Thursday, January 23, 2025
বাড়িরাজ্যমানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি উপনির্বাচনে, দাবি সি.পি.আই(এম- এল) -র

মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারিনি উপনির্বাচনে, দাবি সি.পি.আই(এম- এল) -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে শনিবার উদয়পুরে সি.পি.আই(এম- এল) দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন দলের সম্পাদক পার্থ কর্মকার।

 তিনি বলেন ভোটের দিন মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট লুট হয়েছে। এর বিরুদ্ধে সমস্ত গনতান্ত্রিক শক্তিকে একত্রে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান পার্থ কর্মকার। তিনি আরো বলেন জনগণের মতামত নেওয়া হয়নি। ৮০ থেকে ৯০ শতাংশ ভোট কেন্দ্রে পুলিং এজেন্ট দিতে পারে নি বিরোধী দল। এটা বিশ্বাস যোগ্য নয়। এই ভোট প্রহসনে পরিণত হয়েছে। তাই এই নির্বাচন বাতিলের দাবি জানানো হয়েছে সি.পি.আই (এম- এল) র পক্ষ থেকে। এখন‌ থেকে সমস্ত দল মিলে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় সি.পি.আই(এম- এল) র পক্ষ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য