স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : বিশালগড় বাইপাসে থার গাড়ির সাথে অটোর সংঘর্ষে আহত দুজন। আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে বিশালগড় বাইপাসে TR 01 BX 0333 নম্বরের একটি কালো থার গাড়ি দ্রুত গতিতে এসে অপর একটি গাড়িকে ওভারটেক করে অটো গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
তারপর সাথে সাথেই অটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। অটো গাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়। আহতরা লিটন দাস এবং লিজা আক্তার। এদিকে স্থানীয়রা একটি বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযোগ কালো থার গাড়িটি তীব্র গতিতে ছিল। যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে গুরুতর আহত দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে জিবি হাসপাতালে রেফার করেন।