স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : ত্রিপুরা থেকে অসমে পাচারের সময় গাঁজা সহ অসম পুলিশের হাতে আটক হয় তিনজন। এই ঘটনায় চুরাইবাড়ি এলাকায় সরগোল পড়ে যায়।
ঘটনা শনিবার কাকভোরে। জানা যায়, গভীর রাতে আগরতলা থেকে TR01AS-1811 নম্বরের একটি বারো চাকার লরি ত্রিপুরা সীমান্ত অতিক্রম করতেই অসাম সীমান্তে প্রবেশ করে, তখন অসম চুরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশি করতেই আটক হয়।
গাড়িটি তল্লাশি করতেই গাড়ির গোপন কেবিন থেকে ৬৬ প্যাকেটে মোট ৪০১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সঙ্গে লরি চালককে আটক করেছে পুলিশ। আটক গাঁজা গুলির কালোবাজারি মূল্য চল্লিশ লক্ষ টাকা বলে জানা যায়। তবে জানা যায় ত্রিপুরা পুলিশকে ম্যানেজ করেই গাড়িটি বহির্রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর মাঝপথে ধরা খেলো গাড়ি চালক সহ বাকিরা।