স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ সেপ্টেম্বর : রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে ২০২২ সালে টেট উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ করার দাবি জানায় চাকরি প্রত্যাশী বেকাররা। আগরতলা প্রেস ক্লাবের শনিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টেট উত্তীর্ণ যুবকরা সরকারের কাছে দাবি জানায় অবিলম্বে তাদের নিয়োগ করার জন্য।
২০২২ সালে ৪০ হাজার পরীক্ষায় বসে টেট ওয়ান উত্তীর্ণ হয়েছে দুই শতাধিক বেকার যুবক যুবতী। এবং টেট টু উত্তীর্ণ হয়েছে ১৬৫ জন যুবক যুবতী। তারা আরো জানান বিগত দু’বছরে লক্ষ্য করা গেছে যারা টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের সকলকে একসাথে নিয়োগ করা হয়েছে। ২০২২ সালে টেট উত্তীর্ণ সকলকেও একসাথে নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রীর নজরে নেন চাকরি প্রত্যাশি যুবকরা।