Friday, September 29, 2023
বাড়িবিশ্ব সংবাদ৬.৮ তীব্রতার ভূমিকম্পে লন্ডভন্ড মরক্কো; মৃত্যু ৬৩২ জনের, আহত অনেক মানুষ

৬.৮ তীব্রতার ভূমিকম্পে লন্ডভন্ড মরক্কো; মৃত্যু ৬৩২ জনের, আহত অনেক মানুষ

রাবাত, ৯ সেপ্টেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল সেন্ট্রাল মরক্কো। ৬.৮ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে অনেক ঘর-বাড়ি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৩২ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মারাকেশের ৭১কিমি (৪৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১৮.৫ কিলোমিটার গভীরে উচ্চ এটলাস পর্বতমালায়। স্থানীয় সময় অনুযায়ী, রাত ১১.১১ মিনিট নাগাদ ৬.৮ তীব্রতার এই ভূমিকম্প অনুভূত হয়। এরপর ১৯ মিনিটের মধ্যে ৪.৯ তীব্রতার আফটার শক অনুভূত হয়।

ভূমিকম্পে আল-হাউজ, মারাকেশ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশ এবং পৌরসভাগুলিতে ৬৩২ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন ১৫৩ জন। বহু বাড়ি ভেঙে পড়েছে, অনেক বাড়িতে ফাটল ধরেছে। ভূমিকম্পের আতঙ্কে সারারাত বাড়ির বাইরেই কাটিয়েছেন মানুষজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য