Tuesday, September 26, 2023
বাড়িরাজ্যবিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে মিছিল এবং শিবির

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে মিছিল এবং শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর :  ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বিশ্ব ফিজিও থেরাপি দিবসকে সামনে রেখে শুক্রবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে দ্যা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিও থেরাপিস্টের ত্রিপুরা চ্যাপ্টার পক্ষ থেকে এক শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় হাতে প্লেকার্ড নিয়ে পথচারীদের সুস্থ থাকা সম্পর্কে সচেতন করেন।

ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ জানান ১৯৯৬ সাল থেকে ভারতে ফিজিও থেরাপি দিবস পালন করা হয়। খেলতে গিয়ে খেলোয়াড়রা অনেক সময় আহত হয়। ফিজিও থেরাপিস্টরা দ্রুত খেলোয়াড়দের সুস্থ করে তোলে। পরবর্তী সময় আগরতলা পুলিশ লাইনে বিনামূল্যে ফিজিওথেরাপিস্ট শিবির অনুষ্ঠিত হয়। দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা চ্যাপ্টার এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্সের পক্ষ থেকে রাজ্য পুলিশের কর্মরত জওয়ানদের এবং তাদের পরিবারের সদস্যদের ফিজিওথেরাপিস্ট পরিষেরা দেওয়া হয়। ৫০ থেকে ৬০ জন এদিন পরিষেবা গ্রহণ করেন বলে জানান দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট আগরতলা শাখার সভাপতি ডাক্তার বীরবর দেবনাথ। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য