Sunday, September 8, 2024
বাড়িরাজ্যউপনির্বাচন প্রহসনাত্মক হয়েছে : আশীষ

উপনির্বাচন প্রহসনাত্মক হয়েছে : আশীষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর :  উপনির্বাচনে বিরোধী দল সিপিআইএমের আরো বেশি শক্তিশালী হওয়া দরকার ছিল। এবং মানুষকে সঙ্গবদ্ধ করা দরকার ছিল তাদের। উপনির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি আরো বলেন, অবাধ নির্বাচন হয়নি বলেই মূল প্রতিদ্বন্দ্বী সিপিআইএম গণনা থেকে সরে দাঁড়িয়েছে।

কিন্তু এই বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণের অধিকার লঙ্ঘিত হবে। এবং এভাবেই প্রহসনাত্মক নির্বাচন সংগঠিত হবে। নিজেদের অর্থ বল এবং বহুবল কাজে লাগিয়ে জয়ী হবে। কিন্তু এভাবে জনমত উপেক্ষা করা ও অসম্মান করা ভবিষ্যতের জন্য খারাপ হবে বলে জানান প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি তিনি আরো বলেন দেশবাসী চাইছে না এই বিজেপিকে। দিন দিন বিজেপি জনসমর্থন হারাচ্ছে। ২০২৪ লোকসভা নির্বাচনে দেশে বিজেপির পরাজয় হবে। জয়ী হবে ইন্ডিয়া জোট। এমনটাই আশা ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য