স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ সেপ্টেম্বর : দুর্গাপূজার আগে থানা বাবুরা নিজেদের পকেট গরম করতে গাড়ি চালকদের উপর নামিয়ে আনছে বর্বরতা মূলক কর্মকাণ্ড। সরকার সুশাসনের কথা বললেও বাম আমলের কতিপয় পুলিশ কর্মী তাদের অতীত অভ্যাস থেকে বের হয়ে আসতে পারেনি। যেখান থেকে পারছে সেখান থেকেই হাপ্তা আদায় করে নিজেদের পকেট ভরছে।
এবার অভিযোগ উঠেছে ওসির নেতৃত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। জানা যায়, এক গাড়ি চালকের কাছে পাঁচ হাজার টাকা চেয়ে, পায় নি বলে উর্ম্মাদ হয়ে রাস্তায় মারপিট শুরু করে পুলিশ কনস্টেবল রাজীব দেবনাথ। তার লাঠির ঘায়ে আহত হয় এক গাড়ি চালক। আহত গাড়ি চালকের নাম তাপস শুক্ল দাস। বাড়ি খোয়াই হাতকাটা এলাকায়। প্রত্যক্ষদর্শী অন্যান্য গাড়ি চালকদের অভিযোগ, শুক্রবার গাড়ি চালক তার মারুতি গাড়ি নিয়ে খোয়াই থেকে আগরতলার উদ্দ্যেশে যাবার পথে বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলকার বেলফাং এলকায় নাকা চেকিংয়ে গাড়িটিকে দাঁড় করায়। এবং গাড়িতে তল্লাশি জ্বালিয়ে একটি মদের বোতলের মুখ পাওয়ায় গাড়ি চালক তাপস দাসকে ৫০০০ টাকা হাপ্তা দাবি করে। তখন তাপস টাকা দিতে রাজি না হলে তাকে এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ। এতে গুরুতর ভাবে মাথা আঘাত লাগে তাপস দাসের। তড়িঘড়ি তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তী সময় অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেপ্তারের দাবিতে খোয়াই থানা ঘেরাও করে যান চালকরা। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন সাড়া শব্দ করেন নি জেলা পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিক।