স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনেই শিলান্যাস করা হয় গুরু গৌরক্ষনাথ আশ্রমে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর। কমলাসাগর বিধানসভার অধীন গকুলনগরে এই মন্দির ঘরে তোলা হবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। এর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরায় আলাদা একটা মাত্রা রয়েছে কৃষ্টি- সংস্কৃতি- পরম্পরার। বিজেপি সরকার আসার পরে এর একটা আলোক দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ভগবান ছাড়া কিছুই সম্ভব নয়। এ ধরনের উদ্যোগে আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায়। এ ধরনের অনুষ্ঠান যত বেশি করা যায় মানুষের তত বেশি মঙ্গল হয় বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরো বলেন এ মন্দির যাতে সঠিক সময়ের মধ্যে প্রতিষ্ঠা করা যায় তার জন্য চেষ্টা করা হবে। এদিন প্রথমে জন্মাষ্টমী উপলক্ষে আশ্রমে রাজ্যবাসির মঙ্গলার্থে পুজো দেন মুখ্যমন্ত্রী। পরে ঘুরে দেখেন রক্তদান শিবির। রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী।