Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসাফাই কর্মীদের জট কাটতেই সংগঠনের শুভেচ্ছা

সাফাই কর্মীদের জট কাটতেই সংগঠনের শুভেচ্ছা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : আরবান ডেভেলপমেন্ট থেকে গত ১৭ আগস্ট একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল যারা সেফটি ট্যাংক পরিষ্কার করে তারাই একমাত্র সাফাই কর্মী। তাদের নিয়মিত করুণ করা এবং স্বাস্থ্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডিরেক্টর এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের শামিল হয় অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ। তারপর সিদ্ধান্তের বিরোধিতা করে আরবান ডেভেলপমেন্টের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। পাশাপাশি এ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালেকে অবগত করা হয়। পরবর্তী সময় আরবান দপ্তরের ডিরেক্টর গত ১ সেপ্টেম্বর বিবৃতি জারি করে জানিয়েছেন শুধু সাফাই কর্মী বলতে সেফটি ট্যাংক পরিষ্কার করা কর্মীরা নয়। সংগঠনের দাবি অনুযায়ী যারা রাস্তা সাফাই করে তারাও সাফাই কর্মী। সংশ্লিষ্ট দপ্তরের এই সিদ্ধান্তের জট কাটানো সংগঠনের বড় প্রাপ্তি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তুলে ধরেন সংগঠনের রাষ্ট্রের সচিব তনুজ সাহা। তিনি বলেন, সমস্ত সাফাই কর্মীকে সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে দিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য