স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি: ২২ জানুয়ারি বিরোধী দলনেতা মানিক সরকারের জন্মদিন। তাই বিরোধী দলনেতা মানিক সরকারকে শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জন্মদিনের শুভেচ্ছা জানান।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকারকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। মা ত্রিপুরাসুন্দরী আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর অধিকারী করুক এই প্রার্থনা করি। মুখ্যমন্ত্রীকে এদিন সামাজিক মাধ্যমে এ ধরনের পোস্ট করে বুঝাতে চেয়েছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের মধ্যে ঐক্যতা এবং সৌভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। আর সুসম্পর্ক অটুট রাখতে দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী।