স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি: রক্তের বিকল্প নেই। বিজ্ঞানীরা রক্তের বিকল্প ব্যবস্থা করে প্রয়োজনীয়তা মেটাতে চেয়েছিলেন। কিন্তু সফল হয়নি। তাই রক্তদান মহৎ কাজ। আজ যারা রক্ত দান করছে তারা মানব ধর্ম পালন করছে।
৫০ তম পূর্ণরাজ্য দিবস এবং ১২৬ তম নেতাজী জন্ম জয়ন্তী ও ৭৩ তম প্রজাতন্ত্র দিসব উপলক্ষ্যে শনিবার ভট্টপুকুর স্থিত মর্ডান ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির এবং বস্ত্র দান অনুষ্ঠানে বক্তব্য রেখে এ কথা বলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, রক্তদান বর্তমানে কোন একটি শুভ কাজের অঙ্গ হিসেবে ধরে নেওয়া হয়। কারণ রক্তের চাহিদার তুলনায় জোগান কম রাজ্যে। প্রতিদিন দুর্ঘটনাগ্রস্ত রোগী, থ্যালাসেমিয়া রোগী, গর্ভবতী মহিলার প্রসবের সময় রক্তের প্রয়োজন হয়। আর সেই চাহিদা মেটাতে রক্ত দানের চেয়ে বড় কোনো দান নেই। তাই মানুষ রক্তদান করে শুভ কাজ শুরু করে। বর্তমানে ক্লাব গুলি রক্তদানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মডার্ন ক্লাব যাতে আগামী তিন মাস অন্তর অন্তর রক্তদান শিবিরের আয়োজন করে তার জন্য আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। রক্তদানের মাধ্যমে সামাজিক মূল্যবোধ গড়ে উঠে। যারা রক্তদানে এগিয়ে আসছে তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ রয়েছে। তাই তাদের শুভেচ্ছা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। আরো বলেন মানুষ যদি আগ্রহ প্রকাশ করে রক্তদানে এগিয়ে না আসে তাহলে রক্তের চাহিদা মেটানো সম্ভব হবে না।
রক্তদানের মাধ্যমে যেমন অন্যের জীবন বাঁচানো যায় তেমনি নিজেকে সুরক্ষিত রাখা যায়। কারণ রক্তদান করলে সেই ব্যক্তির রক্ত ব্লাড ব্যাংকে পরীক্ষা করে দেখা হয় কোনরকম রোগে আক্রমণ কিনা। পরে রোগের বিষয়ে সেই ব্যক্তিকে অবগত করা হয়। এদিকে মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, মডার্ন ক্লাব সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সহ একাধিক সামাজিক দায়বদ্ধতার কাজে এগিয়ে আসছে। মানুষ পূর্বে ক্লাবকে সন্ত্রাসের জায়গা বলে মনে করত। ক্লাবগুলির কাজ ছিল শক্তি পরীক্ষা। এখন সেই মানসিকতা মানুষের পরিবর্তন হয়েছে। ক্লাবগুলি এখন সামাজিক কাজে প্রতিযোগিতায় নেমেছে। মানুষ এখন ক্লাবকে আশ্রয়স্থল বলে মনে করে। রক্তদানের মধ্য দিয়ে মহৎ কাজ করে চলেছে। রক্তের বিকল্প নেই। এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করায় ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার। পাশাপাশি তিনি আরো বলেন করোনা পরিস্থিতিতে মডার্ন ক্লাব টিকাকরণ কর্মসূচির বিশেষ ভূমিকা পালন করেছে। আজকের দিনে দাঁড়িয়ে বস্ত্র দান করে মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে বলে জানান মেয়র দীপক মজুমদার। মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র দীপক মজুমদার রক্তদান শিবির পরিদর্শন করে দেখেন। এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা।