Saturday, February 8, 2025
বাড়িরাজ্যঅনুষ্ঠিত হয় লোক আদালত

অনুষ্ঠিত হয় লোক আদালত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি: শনিবার রাজ্যে অনুষ্ঠিত হয় মহা – লোক আদালত। রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোকআদালত হয়। মোট ৬৬ টি বেঞ্চে  ১৯,৪০৫ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এই মহা — লোকআদালতে বিচারাধীন মোটর যান  দুর্ঘটনার ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা , ট্রাফিক চালান সংক্রান্ত মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত প্রাক-মামলা বিরোধের বিষয়সমূহ, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধ, চেক বাউন্স-এর মামলা এবং অন্যান্য বিভিন্ন ধরনের দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়।

এই মহা – লোকআদালতে নুন্যতম জরিমানার ৫০ শতাংশ অর্থ  জমা দিয়ে ট্রাফিক মামলা নিষ্পত্তির বিশেষ সুযোগ দেওয়া হয়। মহা- লোকআদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,২২৬  টি মামলা, এম এ সি টি মামলা ২৬৮ টি, ট্রাফিক চালান সংক্রান্ত ১০,৮১৮ টি মামলা, জমির বিরোধ সংক্রান্ত ৮৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১৬১৩ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ২৭৫৭ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৪২ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৪৪০ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫৭ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হবে। শনিবার সকাল ১০ টা শুরু হয় লোক আদালতের কাজ। আদালত চত্বরে করোনা অতিমারির  জন্য রাজ্য সরকারের স্বাস্থ্যবিধির নির্দেশিকাগুলি মানা হয়। আদালতের ভেতর এবং বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। লোক আদালতে অংশ নিতে আসা সবার জন্যেই মাস্ক পরিধান করা বাধ্যতামূলক ছিল। বিচারক অয়ন চৌধুরী জানান আগরতলায় মোট ১৩ ব্যাঞ্চে মামলা গুলি নিষ্পত্তির জন্য ওঠে। মোট মামলা রয়েছে ৭২৭ টি। মামলার সংখ্যা কমাতে এই মহা লোক আদালত করা হয়। তবে সম্পূর্ণটাই হয় কোভিড বিধি মেনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য