স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : সিকিউরিটি গার্ডরা মাফিয়া রাজ তৈরি করেছে আইজিএম হাসপাতালে। রোগীর পরিবারদের চোখ রাঙানো, মারধোর থেকে শুরু করে কোন কিছুই বাদ যাচ্ছে না তারা। কারণ আবারও দ্বিতীয় রেফারেল হাসপাতালে রোগী পরিবারের উপর চড়াও হয়ে মারধর করার অভিযোগ উঠল বেসরকারি সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে।
হাসপাতালে রয়েছে প্রায় শতাধিক সিকিউরিটি গার্ড। কিন্তু তাদের দাপটে হাসপাতালে চিকিৎসা করার জন্য যেতে কয়েকবার ভাবতে হয়। আর এই অভিযোগ লাগাতার আইজিএম হাসপাতালে সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে উঠে আসার পরেও কোন ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। যার পরিনাম আবারও দেখা গেল শনিবার। এদিন সিকিউরিটি গার্ডেরা সংঘবদ্ধ হয়ে এক রোগীর পরিবারের দুজনকে মারধর করে অভিযোগ। রোগীর পরিবারের লোকজনেরা জানান, তারা শানমুড়া এলাকার বাসিন্দা। পরিবারের গর্ভবতী মহিলার প্রসবের জন্য শুক্রবার ভর্তি করানো হয় আইজিএম হাসপাতালে। কিন্তু শনিবার সকালে তাদের রোগীর অবস্থা সংকটজনক হওয়ার পর স্বাস্থ্যকর্মী এসে গ্রাউন্ড ফ্লোর থেকে রোগীর পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে নিয়ে যায়।
তখন ৪-৫ জন মহিলা সিকিউরিটি গার্ড তাদের পিছু করে ওয়ার্ডে যায়। এবং ওয়ার্ড থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে রোগীর পরিবারের লোকজনদের। তখন চিকিৎসক জানান রোগীর যেহেতু সংকটাপন্ন অবস্থা তাই ওয়ার্ডে রোগীর পরিবার কিছুক্ষণ দাঁড়ালে কোন সমস্যা হবে না। কিন্তু তারপরও সিকিউরিটি গার্ডরা রোগীর পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তখন রোগীর পরিবার প্রতিবাদ জানাতেই বাকি সিকিউরিটি গার্ডদের গ্রাউন্ড ফ্লোর থেকে ডেকে নিয়ে রোগীর পরিবারের এক মহিলা সহ স্বামী অভিজিৎ দাসকে মারধর শুরু করে। এবং রোগীর পরিবারের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই গুন্ডাবাহিনীর সদস্যরা (সিকিউরিটি গার্ডরা)। পরবর্তী সময় অভিযোগ জানাতে ছুটে যায় পশ্চিম মহিলা থানায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশ ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে নি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে দাবি জানায় রোগীর পরিবার। কারণ মানুষ হাসপাতালে পরিষেবা নিতে আসে। সিকিউরিটি গার্ডদের চোখ রাঙানো এবং মারধর খেতে আসে না। সরকার এ বিষয় নিয়ে বহুকাল ধরেই উদাসীন। বেসরকারি সিকিউরিটি গার্ডের সংস্থারগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের ঘটনা রাজ্যের জিবি হাসপাতাল, আইজিএম হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল গুলির মধ্যে ঘটে চলেছে। সিকিউরিটি গার্ডদের দায়িত্ব রোগীর পরিবারদের সহযোগিতা করা। কিন্তু হাসপাতালে কতিপয় সিকিউরিটি গার্ড সংঘবদ্ধ হয়ে মাফিয়া রাজ বানিয়ে রেখেছে আইজিএম হাসপাতালে। কিন্তু এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের ভাবা দরকার মানুষ প্রতিদিন বিভিন্ন মহকুমা থেকে উন্নত পরিষেবার জন্য আসে। আর এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যায়।