স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : আমতলী থানাধীন গোকুলনগর পাল পাড়া এলাকা থেকে এক ব্যবসায়ীর রহস্য জনক মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় গোকুলনগর পাল পাড়া এলাকার ব্যবসায়ী শংকর দেবনাথ শুক্রবার বিকালে ফুলতলী বাজারে ওনার নিজের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন।
শুক্রবার রাতে তিনি আর বাড়ি ফিরে যান নি। কিন্তু শনিবার সকালে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের পেছনে শংকর দেবনাথের মৃত দেহ দেখতে পায় ফুলতলী বাজারের আশপাশের লোকজন। স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় আমতলী থানার পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের লোকজন। মৃতদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। মৃত শংকর দেবনাথের পরিবারের লোকজনদের বক্তব্য পারিবারে কোনো সমস্যা ছিল না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরেনসিক বিশেষজ্ঞদের খবর দেয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পরে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।