স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ সেপ্টেম্বর : প্রকাশিত হল ২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল। এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় পাশে হার ৬১ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৮২ শতাংশ। শনিবার দুপুরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গনচৌধুরী।
তিনি জানান মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে যেসব ছাত্রছাত্রীরা একটি বা দুটি বিষয়ে ফেল করেছে তাদের উত্তীর্ণ হতে বছর বাঁচাও পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় আবেদন করেছিল ৪,২৫৮ জন। পরীক্ষায় বসে ৩৭৯৭ জন। পাস করে ২৩৪৩ জন। ফেল করেছে ১৪৫৩ জন। উচ্চমাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় আবেদন করেছিল ৪৪০৩ জন। পরীক্ষায় বসে ৪১৮৬ জন।
এর মধ্যে পাশ করে ৩৪৩৪ জন। ফেল করেছে ৭৭২ জন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি জানান যারা বছর বাঁচাও পরীক্ষায় বসেছে তাদের পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে বিদ্যালয় প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি যেন আগামী ৪ সেপ্টেম্বর পর্ষদ অফিস থেকে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে পরিবর্তিত নতুন সার্টিফিকেট এবং মার্কশিট সংগ্রহ করার জন্য। যারা পরীক্ষায় পাস করতে পারেনি তারা ২০২৪ সালে কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দিতে পারবে। বিদ্যালয় কর্তৃপক্ষদের অনুরোধ করা হচ্ছে তারা যেন পরিবর্তিত মার্কশিট ও সার্টিফিকেটগুলি ছাত্র-ছাত্রীদের আগামী ৫ সেপ্টেম্বর বিতরণ করেন।