স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : শুক্রবার রাজধানীর প্রজ্ঞাভবনে ডেন্টাল সার্জনদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির হয়। ন্যাশনাল হেলথ মিশন ও ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা যৌথ উদ্যোগে হয় এই প্রশিক্ষণ। রাজ্য ভিত্তিক প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু, সংগঠনের নেতৃত্বসহ অন্যান্যরা।
আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বক্সনগর, কাঞ্চনমালা, কল্যাণপুর, মোহনপুর, নতুনবাজার ও অম্পিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে। বর্তমান সরকার চিকিৎসকদের প্রমোশন দিয়েছে। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন রাজ্যে দুই মাসের মধ্যে ডেন্টাল কলেজ করা সম্ভব হয়েছে। তিনি ফ্যাকাল্টিদের উদ্দেশ্যে আহ্বান জানান ডেন্টাল কলেজের স্ট্যাটাস স্ট্যান্ডার্ড যেন উচ্চ মানের হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। রাজ্যের বিভিন্ন স্থান থেকে দন্ত চিকিৎসকরা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে।