Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যবন্য হাতির আক্রমণে গুরুতর আহত কৃষক

বন্য হাতির আক্রমণে গুরুতর আহত কৃষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ আগস্ট : তেলিয়ামুড়া মহকুমা বিস্তীর্ণ অঞ্চলে বন্য হাতির আক্রমণের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। আর এই আক্রমণের জেরে বিভিন্ন এলাকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছে। এবার বন্য হাতির কবলে পড়ে অল্পেতে প্রাণে রক্ষা পেলেন তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরের জুম বাড়ি এলাকার নিরঞ্জন বিশ্বাস নামে এক কৃষক।

ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার নিরঞ্জন বাবু তার বাড়ি থেকে কিছুটা দূরবর্তী জায়গায় কৃষি জমিতে কাজ করতে যায়। কিন্তু রাতে বাড়িতে ফিরে আসেননি তিনি। পরিবারের তরফ থেকে জানা গেছে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয় মানুষদের নজরে আসে জুমবাড়ির কোন একটা কৃষি ক্ষেতের পার্শ্ববর্তী একটা জমিতে মারাত্মক ভাবে আহত এবং বিধ্বস্ত অবস্থায় পড়ে যন্ত্রণায় ছটফট করছে নিরঞ্জন বিশ্বাস। খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে মারাত্মক আহত নিরঞ্জন বাবুকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।  

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য