Saturday, February 8, 2025
বাড়িরাজ্য১৬ নং ওয়ার্ডের উদ্যোগে সচেতন মূলক কর্মসূচি

১৬ নং ওয়ার্ডের উদ্যোগে সচেতন মূলক কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি :  আগরতলা পুরনিগমের ১৬ নং ওয়ার্ডের উদ্যোগে ও বিজেপির কার্যকর্তাদের সহযোগিতায় তিন দিনব্যাপী করোনা প্রতিরোধে বিশেষ সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করা হয়। শুক্রবার তারই অঙ্গ হিসাবে আগরতলার শঙ্কর চৌমুহনী এলাকায় পথচারী ও চালক এবং যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেয়র দিপক মজুমদার  সহ বিজেপি-র কার্যকর্তারা। তিনি জানান পুর নিগমের ৫১ টি ওয়ার্ডেই এই বিশেষ সচেতনতা মূলক কর্মসূচী বিগত তিন ধরে চলছে। করোনা প্রতিরোধে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্ক পরিধান করার পাশাপাশি নিয়মিত হাত ধোওয়া, দূরত্ব বজায় রাখা এবং ভীড় এড়িয়ে চলার পরামর্শ সাধারন জনগণকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে টিকা গ্রহণের জন্য সকলের কাছে আহ্বান জানানো হচ্ছে বলে জানান মেয়র দিপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য