স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জানুয়ারি : আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছোট পরিসরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এ বছর কোন রকম মিছিলের আয়োজন করা হবে না।
সকাল সাড়ে আটটা সময় স্কুলের মাঠে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উত্তোলন করা হবে। স্কুলের ভেতরে মাঠে কর্মসূচির পর স্কুলের সাংস্কৃতিক ভবনে এক ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত থাকবেন বিধায়ক আশিস সাহা, কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। করোনা নির্দেশিকা মেনে অনুষ্ঠিত হবে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বিদ্যানিকেতনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দিব্যেন্দু বিকাশ সেন। তিনি আরো বলেন এ বছর অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র আমন্ত্রণ জানানো হচ্ছে। কোভিডের জন্য অভিভাবকদের আমন্ত্রণ জানানো হবে না।