চামফাই, ২১ জানুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরাম। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে, ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরাংশেও। রিখটার স্কেলে ভূকম্পের তীব্রতা ছিল ৫.৬। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। বিকেল ৩.৪২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়।
শুক্রবার বিকেল ৩.৪২ মিনিট নাগাদ মিজোরামের চামফাইয়ের কাছে ভূকম্পন টের পাওয়া যায়। মিজোরাম, মণিপুর, অসম ও উত্তরবঙ্গে ভূকম্পন টের পাওয়া যায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভারত-মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে চামফাইয়ের ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে। কম্পন বেশ ভালোই অনুভূত হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।