স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : হাতে চাঁদ পেল ভারত। ১৪০ কোটির স্বপ্ন নিয়ে চন্দ্রপৃষ্ঠে বিক্রম সারা দেশের সাথে আগরতলায় বাঁধভাঙ্গা উচ্ছ্বাস মানুষের। জাতীয় পতাকা হাতে নিয়ে চলছে নাচ গান।দিকে দিকে পোড়ানো হচ্ছে বাজি পটকা। কারণ ভারত চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ নামিয়ে তৈরি করে ফেলল ইতিহাস। এই গৌরবময় দিন দেশবাসীর কাছে সত্যিই কতটা আনন্দের তার অপেক্ষা আর বলার অপেক্ষায় রাখে না।
ভারতীয় মহাকাশ বিজ্ঞানের পরিসরে এক মহাবিপ্লব ঘটে গেল। পূর্ব নির্ধারিত সময় সুচি অনুযায়ী বুধবারে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান-৩। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ‘ইসরো’ আগেই জানিয়েছিল, চাঁদে নামার আগের শেষ ২০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গোটা মুন মিশনের কাছে এই কয়েক মিনিটই সব চেয়ে চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের মুখ দেখল এই মিশন। ‘ইসরো’র প্রধান বলেছিলেন, চন্দ্রযান-৩-এর সফলভাবে চাঁদে অবতরণ করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। চন্দ্রযানটির ল্যান্ডার ‘বিক্রম’-এর বুধবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা ছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, চাঁদের দক্ষিণ মেরুর তথ্য মানবজাতির কাছে অজানা। তাই চন্দ্রযান-৩ অভিযান সফল হলে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছতে পারা প্রথম দেশ হিসেবে ইতিহাস লিখবে ভারত! অবশেষে সেটাই হল।
চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করার এইদিন আগরতলার রাজবাড়ির সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য কর্মী সমর্থকরা একত্রিত হয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে আনন্দে মেতে উঠেন। সেখানে দেশের প্রধানমন্ত্রী ও ভারত মাতার নামে শ্লোগান দেওয়া হয়। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান এইটা একটা আনন্দের দিন। দেশের প্রধানমন্ত্রী দেশের বিজ্ঞানিদের উৎসাহ প্রদান করেছেন। দেশের বিজ্ঞানিরা ‘ইসরোর মাধ্যমে এইদিন চাঁদকে জয় করেছে। তার জন্য দেশের প্রধানমন্ত্রী ও ‘ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি জানান চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করেছে। এইটা দেশের জন্য গর্বের বিষয়। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দখল করবে-এইটা বাস্তবে পরিণত হয়েছে। তার জন্য তিনি ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। একই সাথে তিনি ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রীকে। এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট অফিস চৌমুহনি এলাকায় জাতীয় পতাকা হাতে নিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়। পুড়ানো হয় বাজি পটকা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিধায়ক সুদীপ রায় বর্মন ধন্যবাদ জানান ইসরো এবং প্রত্যেক বিজ্ঞানীকে। তিনি বলেন আজকের দিনে পন্ডিত জহরলাল নেহেরুকে স্মরণ করা হচ্ছে। জহরলাল নেহেরু ইসরো প্রতিষ্ঠা করে যাওয়ায় এর ফসল দেশবাসী আজ পেয়েছে। দেশবাসীর কাছে আজকে গৌরবের দিন। বিধায়ক সুদীপ রায় বর্মন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করতে ভুলেন নি। তিনি বলেন, চন্দ্রযান ৩ লঞ্চের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন না। তাই সফল হয়েছে। চন্দ্রযান ২ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকার পরিনাম দেশবাসী দেখেছে। সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত না থাকার জন্য ধন্যবাদ জানান বিধায়ক সুদীপ রায় বর্মন।ভারতের আগে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত এই তালিকার চতুর্থ দেশ হিসাবে নাম তুলতে সক্ষম হল। স্বাভাবিক ভাবেই দেশবাসী এইদিন আনন্দে মেতে উঠেছে।