Thursday, October 10, 2024
বাড়িরাজ্যদল ছাড়লেন বিল্লাল, কিন্তু কংগ্রেসের দাবি বিল্লাল বহিষ্কার

দল ছাড়লেন বিল্লাল, কিন্তু কংগ্রেসের দাবি বিল্লাল বহিষ্কার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ আগস্ট : উপনির্বাচনে প্রদেশ কংগ্রেস প্রার্থী না দেওয়ার পরেই জল ঘোলা হয়েছে প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিঞাকে নিয়ে। ১৭ আগস্ট বিজেপির মনোনয়নপত্র দাখিলের পর এক ঝাঁক মন্ত্রী বিধায়ক যান বিল্লাল মিঞার বাড়িতে। তখনই রাজ্য রাজনীতিতে গুঞ্জন সৃষ্টি হয়েছিল দল ছাড়তে চলেছেন বিল্লাল মিয়া। আর সেটা স্পষ্ট হলো বুধবার।

 এদিন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে বিল্লাল মিয়া চিঠি লিখে জানান তিনি কংগ্রেসের সদস্যপদ ছাড়ছেন। এরই মধ্যে আবার বিল্লাল মিয়ার উপর দল বিরোধী কার্যকলাপে অভিযোগ এনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ছয় বছরের জন্য কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কৃত করেন বিল্লাল মিয়াকে। দীর্ঘদিনের রাজনীতিবিদ বিল্লাল মিয়া দল ছেড়েছেন নাকি তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে তা নিয়ে জল ঘোলা শুরু হয়েছে। তিনি নিজে ব্যক্তিগতভাবে দাবি করলেন কংগ্রেসের সদস্য পদ থেকে পদত্যাগ করছেন। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিল্লাল মিয়াকে বহিষ্কারের বিবৃতি জারি করা সত্যিই রাজনীতি মহলে জল ঘোলা ছাড়া আর কিছু নয়। এর পেছনে রয়েছে রাজনৈতিক রহস্য। সূত্রে খবর উপনির্বাচনে সোনামুড়া থেকে কংগ্রেসের হয়ে লড়াই করার প্রত্যাশা ছিল বিল্লাল মিয়ার। কিন্তু সিপিআইএমের সাথে কংগ্রেসের সম্পর্ক বিধানসভা নির্বাচনের মত হওয়ায় লড়াই করার সুযোগ পায়নি বিল্লাল মিয়া। যার ফলে জল গড়ায় এতটুকু।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য