Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যমন্ডল নেতার আক্রমণে রক্তাক্ত ১

মন্ডল নেতার আক্রমণে রক্তাক্ত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : মাফিয়া দৌরাত্বে অতিষ্ট বিলোনীয়া। তোলা বানিজ্যের সদ্দার বিজেপি ঋষ্যমুখ মন্ডলের সাধারণ সম্পাদক রীজব পালের হাতে রক্তাক্ত শিবক শীল বলে অভিযোগ। ঘটনার বিবরণে প্রকাশ বু্ধবার রাত ৮ নাগাদ ত্রিপুরা বাজার এলাকার শিবক শীল তার ঠিকাদারি কাজের বকেয়া টাকা সংগ্রহ করার জন্য ঋষ্যমু্খ মন্ডলের সাধারণ সম্পাদক রাজীব পালের কাছে গেলে রাজীব পাল ধারালো অস্ত্র দিয়ে শিবক শীলকে আক্রমন করে বলে অভিযোগ।

প্রচন্ড আহত শিবক শীলকে স্থানীয় মানুষের সাহায্যে বিলোনীয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। রাতে বিলোনীয়া শহর সংলগ্ন ত্রিপুরা বাজারে সন্ত্রাসের ঘটনা প্রকাশ হতেই গোটা বিলোনীয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজীব পাল বাম আমলে সিপিআইএম -এর ঝান্ডা কাঁধে এলাকায় ত্রাস সৃষ্ঠি কারে রাখার অপরাধে একসময় দল থেকে বহিস্কার হয়। ২০১৮ সালে বিজেপি জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসার সাথে সাথে গেরুয়া রামাবলি ধারন করে সন্ত্রাস সৃষ্ঠি করে শাসক দল বিজেপি নেতাদের চোখে হিরো হয়ে উঠে বলে অভিযোগ।

শিবক শীল জানান রাজীব পালের সাথে ঠিকাদারি করার কোন ইচ্ছা তার ছিল না। কিন্তু নিজেে ও পরিবারের প্রাণ রক্ষার তাগিদে বাধ্য হয়ে রাজীব পালকে তার ঠিকাদারে পাটনার করতে হয়েছে। তিনি অভিযোগ করেন ঠিকাদারি কাজে রাজীব পালের এক পয়সাও লাগায় নি। সব টাকা শিবক শীলকে দিতে হয়েছে। বর্তমানে কাজ শেষ হয়েছে বেশ কয়েক মাস কাজের বিলও দেওয়া হয়েছে। পুরো টাকা রাজীব পালের কাছে। লাভের টাকা তো দূরের কথা কাজের পূঁজির টাকা চাইতে গেলেই রাজীব পাল আক্রমণাত্মক হয়ে উঠে। শিবক শিল অভিযোগ করেন, ইতিমধ্যে রাজীব পালের কাছে টাকা চাইতে গিয়ে এর আগেও আরো দুইবার তাকে মারধর করা হয়েছে। কিন্তু শাসকের বাহুবলী নেতার ভয়ে মুখ খুলতে ভয় পেতেন। কিন্তু বর্তমানে দেনার জালে জড়িয়ে সর্বস্ব শেষ হওয়ার পথে শিবক শীলের। এই অবস্থায় বুধবার রাজীব পালের কাছে টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচার চাইছে শিবক শীল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য