Thursday, November 21, 2024
বাড়িরাজ্যমোদি এবং যোগীর কুশপুতুল পোড়ালো প্রদেশ কংগ্রেস

মোদি এবং যোগীর কুশপুতুল পোড়ালো প্রদেশ কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : উত্তরপ্রদেশে লখনৌ থেকে ১৩০ কিলোমিটার দূরে লখীমপুরে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রবিবার আন্দোলন চলছিল কৃষকদের। সে আন্দোলনের উপর দুস্কৃতিকারীরা আক্রমণ করে ৬ জন কৃষকে হত্যা করেছে। পরবর্তী সময় সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী মৃত কৃষকদের পরিবারের সাথে দেখা করতে যেতে চাইলে যোগী সরকারের প্রশাসন প্রিয়াঙ্কা গান্ধীকে শারীরিকভাবে হেনস্থা করে এবং একটি নোংরা পরিত্যক্ত ঘরে আটকে রাখে।

এর প্রতিবাদে মঙ্গলবার সরব হলো প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী। তিনি জানান, উত্তরপ্রদেশে কৃষকদের আন্দোলন বানচাল করতে গুলি করে ৬ জন কৃষককে হত্যা করা হয়েছে। পরবর্তী সময় প্রিয়াঙ্কা গান্ধীকে মৃত কৃষকদের পরিবারের সাথে দেখা করতে যেতে দেওয়া হয়নি। এমনকি প্রিয়াঙ্কা গান্ধীকে একটি পরিত্যক্ত ঘরে আটক করে রাখা হয়। শারীরিকভাবে হেনস্থা করে প্রিয়াঙ্কা গান্ধীকে যোগীর প্রশাসন। এর তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল বানিয়ে পুড়া হয়। এবং এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনত কঠোর শাস্তি দাবি করেন প্রদেশ কংগ্রেস কর্মীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য