Saturday, February 8, 2025
বাড়িরাজ্যকমল করোনার দৈনিক সংক্রমণ, আরও দীর্ঘায়িত মৃত্যু মিছিল, ২৪ ঘন্টায় সংক্রমিত ১০৩৪,...

কমল করোনার দৈনিক সংক্রমণ, আরও দীর্ঘায়িত মৃত্যু মিছিল, ২৪ ঘন্টায় সংক্রমিত ১০৩৪, মৃত্যু ৫

আগরতলা, ২১ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে আবারও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মৃত্যু মিছিল করোনার তৃতীয় ঢেউয়ে ভীষণ চিন্তায় ফেলেছে রাজ্যবাসীকে। করোনা আক্রান্তের মৃত্যু ত্রিপুরায় লাগাতর বেড়েই চলেছে। অবশ্য, সুস্থতার গতিও ঊর্ধ্বমুখী। তবুও, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার কাছাকাছি পৌঁছে গেছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৩৭৫ এবং র‍্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭০৬৫ জনকে নিয়ে মোট ৮৪৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১০৫ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেনে ৯২৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১০৩৪ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনার নমুনা পরীক্ষা সামান্য কম হওয়ায় দৈনিক সংক্রমণের হারও কমে হয়েছে ১২.২৫ শতাংশ। গতকাল ৮৭০৯ জনের নমুনা পরীক্ষায় ১১৮৫ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ১৩.৬১ শতাংশ। মৃত্যু হয়েছিল ৭ জনের।এদিকে, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৮৭২ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭৭৭৬ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৬৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৭৭২১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.২১ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯১.০৪ শতাংশ। এদিকে ০.৮৯ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৫৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। শুধু তাই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। এছাড়া তিনটি জেলায় শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩৯৫ জন, উত্তর জেলায় ১১২ জন, সিপাহীজলা জেলায় ৪৪ জন, দক্ষিণ জেলায় ১২২ জন, ধলাই জেলায় ১৪০ জন, ঊনকোটি জেলায় ৯৭ জন, খোয়াই জেলায় ৩০ জন এবং গোমতি জেলায় ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য