স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ অক্টোবর : রবিবার উত্তরপ্রদেশের লখীমপুরে খেরিতে আন্দোলরত কৃষকদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পিষে ৬ জন কৃষককে হত্যা করে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে এবং দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে কোনো বিরোধী দলের নেতৃবৃন্দকে ঢুকতে দেয় নি উত্তরপ্রদেশের স্বৈরাচারী যোগী সরকার। যোগী সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে এস ইউ সি আই রাজ্য কমিটি বিক্ষোভ দেখায় বাধারঘাট এলাকায়। এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সহ মন্ত্রী অজয় মিশ্রর অপসারণের দাবি জানায় এসইউসিআই রাজ্য কমিটি। উপস্থিত ছিলেন এসইউসিআই রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক। তিনি এ ধরনের ঘটনার তীব্র সমালোচনা করেন।