স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি।সারা দেশের পাশাপাশি রাজ্যেও করোনার তৃতীয় ঢেউ-এর আশঙ্কা দেখা দিয়েছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ-এর সময় সকলের প্রচেষ্টার ফলে তা মোকাবেলা করা সম্ভব হয়েছে। আগামীদিনেও সকলের সহযোগিতায় রাজ্য সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে করোনার তৃতীয় ঢেউ মোকাবেলা করা সম্ভব হ
বে। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলন এই আশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপি-র সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি জানান বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে দাড়িয়ে প্রদেশ বিজেপি সভাপতি ৫ জনের একটা কমিটি ঘোষণা করেছেন। সেই কমিটির কনভেনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রদেশ বিজেপি-র সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য-কে। কমিটির বাকি সদস্যরা হল তাপস মজুমদার, ঝর্না দেববর্মা, নবাদল বনিক ও রজত পাল। ইতিমধ্যে এই ৫ জনের কমিটি বৈঠক করেছে। বর্তমান করোনা পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করা হবে এই বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বৈঠকে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য জেলা স্তর থেকে মণ্ডল স্তর পর্যন্ত ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। বিজেপির ১০ টি সাংগঠনিক জেলা রয়েছে।
এই সাংগঠনিক জেলা গুলিতে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত কমিটির ইনচার্জের নাম ঘোষণা করেন রাজীব ভট্টাচার্য। করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারকে সহযোগিতা করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে সমগ্র রাজ্যে প্রতিটি বুথে দুই জন করে স্বেচ্ছা সেবক নিয়োগ করা হয়েছে বিজেপির উদ্যোগে। যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে একটা হেল্প ডেস্ক নাম্বার চালু করেছে। ২৪ ঘণ্টা এই হেল্প ডেস্ক নাম্বার চালু থাকবে। এই নাম্বারটি হল ৮১৩২৯৬১১০১। বিভিন্ন জায়গায় যেন পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য এই হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপি-র সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আরও জানান ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মিশন মুডে টিকা করন চলছে। বিভিন্ন জেলার দায়িত্বে মন্ত্রীরা রয়েছেন। বিজেপির দলের কার্যকরতারাও মানুষকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের তিন দিকে বাংলাদেশ রয়েছে। তাই কেউ যেন অবৈধ ভাবে রাজ্যে অনুপ্রবেস করতে না পারে তার প্রতি নজর রাখছে বিজেপি দলের কার্যকরতারা। মানুষ যেন সঠিক সময়ে এ্যাম্বুলেন্স পরিষেবা পায় তার জন্য যুব মোর্চার কর্মী সমর্থকরা উদ্যোগ গ্রহন করেছে বলে জানান শ্রী ভট্টাচার্য। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলন রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদিকা অস্মিতা বনিক, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্না দেববর্মা,