Sunday, February 16, 2025
বাড়িরাজ্য২৪ জানুয়ারি চারদিনের সফরে ত্রিপুরা আসছেন সংঘ-প্রধান মোহন ভাগবত

২৪ জানুয়ারি চারদিনের সফরে ত্রিপুরা আসছেন সংঘ-প্রধান মোহন ভাগবত

আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা সফরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত। চারদিনের প্রবাসে ত্রিপুরায় আসছেন তিনি। তাঁর নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে। ইতিপূর্বে তিনি ২০১৭ সালে ত্রিপুরা সফরে এসেছিলেন।

সূত্রের খবর, আগামী ২৪ জানুয়ারি বিকেলে মোহন ভাগবত ত্রিপুরায় আসছেন। আগরতলায় তিনি সেবাধামে থাকবেন। ২৭ জানুয়ারি ফিরে যাবেন তিনি। চারদিনের প্রবাসে এসে তিনি ক্ষেত্র সহ বিভিন্ন স্তরের প্রচারকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক সূত্রের খবর, কোভিডের প্রকোপে তাঁর প্রকাশ্য জনসভার কার্যসূচি বাতিল করা হয়েছে।

সূত্রের দাবি, সংঘ-প্রধান মোহন ভাগবত ত্রিপুরা সফরে আসার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হবেন। এছাড়া মন্ত্রিসভার সদস্যদের সাথেও তিনি ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আরএসএস-প্রধান জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পান। সে মোতাবেক সমস্ত আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, মোহন ভাগবতের ত্রিপুরা প্রবাসে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা বদল আসতে চলেছে। ২০১৭ সালেও বিধানসভা নির্বাচনের আগে তাঁর ত্রিপুরা সফর বিজেপির বিজয়ের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। এবার আবারও তাঁর সফরে শাসক দল বিজেপি টনিক পাবে, এমনটাই মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য