স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি: ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে। ২ লক্ষ ১৩ হাজার পড়ুয়াদের এই টিকা প্রদান করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৪২ শতাংশকে টিকাকরণের আওতায় আনা সম্ভব হয়েছে। এবার টিকাকরণে গতি আনতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে স্পেশাল ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
সেই মোতাবকে স্পেশাল ভ্যাকসিনেশন ক্যাম্পের দ্বিতীয় দিন রাজ্যের ৮ টি জেলাতে চলা ক্যাম্পগুলি পরিদর্শন করেন মন্ত্রী ও বিধায়কেরা। বৃহস্পতিবার হিন্দি হায়ার সেকেন্ডারী স্কুলে চলা বিশেষ টিকাকরণ শিবির ঘুরে দেখেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। কোভিড কেয়ার সেন্টার ও ডেডিকেটেড কোভিড হাসপাতালের ব্যবস্থাপনা তৈরি রয়েছে। প্রয়োজন মতো তা ব্যবহার করা হবে। কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। তবে সবাই যাতে কোভিড বিধি মেনে চলেন তার জন্য আহ্বান জানান জেলা শাসক। বিশেষ টিকাকরণ অভিযানের মাধ্যমে এখনো পর্যন্ত ৩৪ হাজার শিশুকে পশ্চিম জেলায় টিকা প্রদান করা হয়েছে। বাকীদের দ্রুত আওতায় আনার সমস্ত প্রচেষ্টা রয়েছে। প্রতিদিন পশ্চিম জেলার কোভিড পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এনফোর্সমেন্ট ও প্রয়োজন মতো চিকিৎসার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী তা প্রদান করা হবে বলে জানান জেলা শাসক। এদিন পরিদর্শনে এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন আধিকারিকেরা।