Sunday, September 8, 2024
বাড়িরাজ্যনরেন্দ্র মোদির ছাড়া জনজাতিদের অস্তিত্ব কেউ রক্ষা করতে পারে না : বিকাশ

নরেন্দ্র মোদির ছাড়া জনজাতিদের অস্তিত্ব কেউ রক্ষা করতে পারে না : বিকাশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট :  ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি ও বিভিন্ন মোর্চা। কারণ বিজেপি হাড়ে হাড়ে টের পাচ্ছে লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার আসনটি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। আর এ লড়াইটা হবে রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল তিপ্রা মথার সঙ্গে। তাই নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চলছে বিভিন্ন কর্মসূচি।

রবিবার ভারতীয় জনতা জনজাতি মোর্চার সদর শহর জেলা কমিটির কার্যকর্তা সম্মেলন হয় সুপারিবাগান দশরথ ভবনে। সেখানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী তথা সংগঠনের প্রদেশ সভাপতি বিকাশ দেব বর্মা, পাতাল কন্যা জমাতিয়া,পুর নিগমের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা।কার্যকর্তা সম্মেলনে আলোচনা হয় কিভাবে আগামী দিনে সংগঠনকে মজবুত করতে হবে তা নিয়ে। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, মোদী ছাড়া জনজাতিদের অস্তিত্ব কেউ রক্ষা করতে পারে না। লোকসভা নির্বাচনে দুটি আসন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ায় লক্ষ্য। তিনি বলেন, রাজ্যের জনজাতিরা বুঝতে পারছে নরেন্দ্র মোদী ছাড়া জনজাতিদের বিকল্প নেই। জনজাতিদের অস্তিত্ব রক্ষা করতে গেলে প্রয়োজন মোদীর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য