স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : শিক্ষার অধিকার থেকে ছাত্র-ছাত্রীদের বঞ্চিত না করার দাবিতে উদয়পুর ডিগ্রী কলেজের অধ্যক্ষকে ঘেরাও করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠলে মোতায়েন করা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী। জানা যায়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বহু ছাত্র-ছাত্রীরা এখনো নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় নি।
যা নিয়ে একের পর এক আন্দোলন সংঘটিত করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাতেও কাজ হচ্ছে না, কলেজ থেকে বারবার বলা হচ্ছে কলেজে আসন সংখ্যা কম থাকায় ছাত্র-ছাত্রীদের ভর্তি হওয়ার সুযোগ করে দিতে পারছে না কলেজ। এদিকে উদয়পুর মহকুমাতে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী এখনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত। যা কোনভাবেই মেনে নিতে পারছে না অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। যা নিয়ে বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা কলেজে আন্দোলন করার পাশাপাশি কলেজের অধ্যক্ষের কক্ষ ঘেরাও করে। পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক দল প্রতিনিধি কলেজের অধ্যক্ষের কাছে যায়। দাবি করেন উদয়পুর মহকুমার যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, তাদের সকলকে কলেজে ভর্তি হওয়ার সুযোগ করার জন্য।