স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিকদের সারা মাসের মজুরি প্রদান করা, সরকারি কর্মচারীদের মত ছুটির ব্যবস্থা করা, ই পি এফ এবং গ্রুপ ইন্সুরেন্সের অন্তর্ভুক্ত করা সহ আট দফা দাবিতে মঙ্গলবার মজদুর মনিটরিং সেলের পক্ষ থেকে খাদ্য, জনসংগঠন ও ক্রেতা স্বার্থ বিষয়ক অধিকার দপ্তরের অতিরিক্ত সচিব নির্মল আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
উপস্থিত সংগঠনের কনভেনার বিপ্লব কর জানান, শ্রমিকরা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে। ত্রিপুরা সরকারি খাদ্য গুদামে শ্রমিকদের সারা মাসের মজুরি নিয়মিত প্রদান করার জন্য এদিন অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এছাড়াও দাবি জানানো হয়েছে তাদের যাতে ইপিএফ এবং গ্রুপ ইন্সুরেন্সের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে শ্রমিকরা উপকৃত হবে এবং তাদের শারীরিক বিশ্রামের জন্য সরকারি কর্মচারীদের মতো রবিবার ছুটির ব্যবস্থা করতে দাবি করা হয়েছে বলে জানান তিনি।