স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : হকার উচ্ছেদের পর অস্থায়ী অটোর স্ট্যান্ড উচ্ছেদ করতে সরজমিনে গেলেন মেয়র দীপক মজুমদার। বুধবার মেয়র দীপক মজুমদার নাগেরজলা রাস্তার পাশে অস্থায়ী রেল স্টেশনে যাতায়াতের অটো স্ট্যান্ডটি নিয়ে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ নাগেরজলা বাস বাজারের অস্থায়ী অটো স্ট্যান্ডে অটো রেখে ব্যবসা চালিয়ে আসছে অটো চালকরা।
এতে করে একদিকে যেমন আগরতলা শহরের উন্নয়ন মূলক কাজে বাধা সৃষ্টি হচ্ছিল, তেমনি অপরদিকে নাগেরজলা এলাকায় প্রতি নিয়ত যানজট লেগে থাকতো। এতে করে সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারন মানুষকে। এইবার আগরতলা শহরের উন্নয়ন মূলক কাজ তরান্বিত করার পাশাপাশি নাগেরজলা এলাকা যানজট মুক্ত রাখতে উদ্যোগ গ্রহন করলো আগরতলা পুর নিগম। এইদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বাসবাজারস্থিত অস্থায়ী অটো স্ট্যান্ড পরিদর্শন করেন। তিনি কথা বলেন অটো চালকদের সাথে। সমস্যা নিরসনের লক্ষ্যে তিনি বেশ কিছু প্রস্তাব দেন অটো চালকদের। এইদিন নিগমের মেয়রের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যরা। এইদিন আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় এখন থেকে সকল অটো নাগেরজলা স্ট্যান্ডে থাকবে। সেখান থেকে পর্যায়ক্রমে ১০ টি করে অটো রাস্তায় আসবে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান যে কোন মূল্যে উন্নয়ন মূলক কাজ জারি রাখা হবে। তাই অস্থায়ী অটো স্ট্যান্ডকে খালি করা হচ্ছে। তবে বর্তমান সরকার সকলের সাথে রয়েছে। তাই অটো চালকদের যেন কোন সমস্যা না হয়, তার জন্য তাদেরকে নাগেরজলা স্ট্যান্ডে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান আপাতত পরীক্ষা মূলক ভাবে পর্যায়ক্রমে ১০ টি করে অটো রাস্তায় দাঁড়াবে। এতে যদি দেখা যায় যানজট হচ্ছে না, তবে পরবর্তী সময় নতুন করে চিন্তা ভাবনা করা হবে। পাশাপাশি তিনি জানান সহসাই হাওয়া নদীর পাশে থাকা বাসবাজারের অস্থায়ী অটো স্ট্যান্ড পরিষ্কার করে উন্নয়ন মূলক কাজ শুরু করা হবে।