Wednesday, February 12, 2025
বাড়িরাজ্য২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ১২৪২, মৃত আরও চার

২৪ ঘণ্টায় সংক্রমিত আরও ১২৪২, মৃত আরও চার

আগরতলা, ১৯ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বেড়েই চলেছে করোনার তাণ্ডব। দৈনিক সংক্রমণ বৃদ্ধির সাথে লাগাতার মৃত্যুর ঘটনায় চিন্তা ও উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। অবশ্য সুস্থতা এখন গতি ধরেছে। তবুও সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেছে।

কেন্দ্রীয় সরকার করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধির আদেশ দিয়েছে। সেই নির্দেশ আসার আগেই ত্রিপুরায় বাড়ানো হয়েছে করোনার নমুনা পরীক্ষা। ফলে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় মারাত্মক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ অতি সামান্য কমেছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা কার্যত করোনার এপিসেন্টারে পরিণত হয়েছে। বিশেষ করে আগরতলা পুর নিগম এলাকা সারা ত্রিপুরায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

ত্রিপুরায় গত ২৪ ঘণ্টায় ১,২৪২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অবশ্য ছয় শতাধিক করোনা আক্রান্ত সুস্থও হয়েছেন। কিন্তু করোনা আক্রান্তের মৃত্যু নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। লাগাতার মৃত্যু করোনার তৃতীয় ঢেউয়ে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭,০৫০।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,০৯৩ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭,৮১৫ জনকে নিয়ে মোট ৮,৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১০৭ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১,১৩৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ১,২৪২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনার নমুনা পরীক্ষা সামান্য কম হওয়ায় দৈনিক সংক্রমণের হারও কমে হয়েছে ১৩.৯৪ শতাংশ। গতকাল ৯,৩২১ জনের নমুনা পরীক্ষায় ১,৩৮৫ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোঁজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ১৪.৮৬ শতাংশ।এদিকে, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৬৭৯ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭,০৫০ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৪,২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৬,২৪০ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.১৪ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯১.৬১ শতাংশ। এদিকে ০.৯০ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গেছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। শুধু তা-ই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। এছাড়া তিনটি জেলায় শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৪৮৯ জন, উত্তর জেলায় ৯৭ জন, সিপাহিজলা জেলায় ৭৬ জন, দক্ষিণ জেলায় ১৮৫ জন, ধলাই জেলায় ১৪৮ জন, উনকোটি জেলায় ১০৪ জন, খোয়াই জেলায় ৪৬ জন এবং গোমতি জেলায় ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য