স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : এস ইউ সি আই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ রাজ্যে এবং কেন্দ্রীয়ভাবে পালন করা হচ্ছে। গত বছরের পাঁচ আগস্ট দিল্লিতে এক সমাবেশের মাধ্যমে শতবর্ষ উদযাপনের সূচনা করা হয়েছিল। আগামী পাঁচ আগস্ট কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সর্বভারতীয় সমাবেশের মাধ্যমে এই শতবর্ষের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশের ২৬ টি রাজ্য থেকে প্রায় লক্ষাধিক কর্মী সমর্থক এই সমাবেশে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা রাজ্য থেকে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক এই সমাবেশে অংশ নিতে আগামী ৩ আগস্ট আগরতলা থেকে রওনা হবে। এই অংশগ্রহণকে সাফল্যের রূপ দিতে সোমবার রাজধানীতে একটি রেলির আয়োজন করা হয়। বটতলা এলাকা থেকে শুরু হয় এই মিছিলটি। এই রেলিটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ।