স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : রবিবার সি আই টি ইউ রাজ্য কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি মহকুমা থেকে সিআইটিও নেতৃত্ব এ সভায় উপস্থিত ছিলেন। এ সভায় রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং শ্রমিকদের অবস্থা নিয়ে আলোচনা হয়। আলোচনায় গুরুত্ব পায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছেন।
ফলে একদিকে যেমন দেশের ক্ষতি হচ্ছে অপরদিকে মানুষের ক্ষতি হচ্ছে। ধীরে ধীরে দেশ-বিদেশীদের হাতে চলে যাচ্ছে। ফলে বলা যায় এই বিজেপির নেতৃত্বাধীন সরকারের হাতে দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে। সোমবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। দেশের খনিজ সম্পদ গুলি বেসরকারি করনের হাতে তুলে দিতে গত কয়েকদিন আগে পার্লামেন্টে আইন পাশ করানো হয়েছে। তিনি আরো বলেন, রাজ্যের গ্রাম পাহাড়ে মানুষের মানুষের কাজ নেই, গ্রাম পাহাড়ের অবস্থা মারাত্মক এবং খাবারের ব্যবস্থা নেই। সরকার এ বিষয়গুলির দিকে গুরুত্ব দিচ্ছে না। আরো বলেন, ডেঙ্গু নিয়ে রাজ্য সরকারের যে ভূমিকা পালন করার কথা তা পালন করছে না। অপরদিকে লংতরাই ভ্যালি ও ধলাই জেলাতে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ছে। কিন্তু এখন পর্যন্ত কোন ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি কৃষকদের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
কারণ ফসলের মূল্য বৃদ্ধি পাচ্ছে না বলে দাবি করেন তিনি। তিনি সাংবাদিক সম্মেলনে আরো দাবী করেন, রেগা ও টুয়েপের যে মজুরি শ্রমিকদের পাওয়ার কথা তা মিলছে না। এবং ২০০ দিন কাজ পাওয়া তো দূরের কথা, বামফ্রন্ট সরকারের আমলের মত ১০০ দিনের কাজও মিলছে না। এর দ্বারা স্পষ্ট এ সরকার গরীব অংশের মানুষের স্বার্থে কাজ করে না। ফলে শ্রমজীবী অংশের মানুষ রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে। তাই আগামী আগস্ট মাসে রাজ্যব্যাপী বড় ধরনের কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সি.আই.টি.ইউ। এ কর্মসূচি মূল উদ্দেশ্য হবে শ্রমজীবী অংশের মানুষের দাবী দাওয়া উত্থাপন করা। যাতে এ সরকার শ্রমজীবী অংশের মানুষের কথা ভাবে বলে জানান শংকর প্রসাদ দত্ত। তিনি বলেন বিদ্যুৎ পরিষেবা যাতে উন্নত হয়, বেসরকারি হাতে না তুলে দেওয়া হয় এবং গ্রাহক ভোগান্তি নিরসন করা হয় তার জন্য জেলায় জেলায় কনভেনশন অনুষ্ঠিত হবে। এবং এই বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি রেল পরিষেবা উন্নত করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান সাধারণ সম্পাদক। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সি আই টি ইউ -র রাজ্য কমিটির সভাপতি মানিক দে।