স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : দেশের নারী ক্ষেতমজুররা মোটেও ভালো নেই। নারী কৃষক শ্রমিক- ক্ষেত মজুররা বিত্তশালি নয়। ভারতবর্ষে নারী ক্ষেতমজুররা কখনও কখনও পেটে ভাতে শ্রম বিক্রি করতে হয়। রবিবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের মহিলা ক্ষেত মজুরদের রাজ্যভিত্তিক কনভেনশনে একথা বললেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে।
রবিবার মেলারমাঠ কৃষক-ক্ষেতমজুর ভবনে হয় কনভেনশন। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ নারী নেত্রীরা। কনভেনশনে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রতিনবিধিরা অংশ নেন। আলোচনা করতে গিয়ে শ্যামল দে বলেন, দেশে বর্তমানে নারী ক্ষেতমজুরদের অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, জোতদার- জমিদারদের খেতে কাজ করা নারী ক্ষেতমজুররা উপযুক্ত মজুরি পান না। মজুরি দেওয়ার ক্ষেত্রে পুরুষ নারীদের ক্ষেত্রে বৈষম্য আছে। এটা একটা বঞ্ছনার বিষয়। অথচ নারী ক্ষেতমজুররা কাজের ক্ষেত্রে পুরুষের তুলনায় কম নয়। কিন্তু মজুরি কম পাচ্ছেন। দেশে এখনও অনেক দাসত্ব শ্রমিক রয়েছেন। বিনা পয়সায় জমিদারদের বাড়িতে শ্রম বিক্রি করতে হচ্ছে নারী ক্ষেত মজুরদের।