Friday, October 18, 2024
বাড়িরাজ্যমনিপুরে শান্তি পুনঃস্থাপনের দাবিতে বাম কৃষক সংগঠনের মিছিল শহরে

মনিপুরে শান্তি পুনঃস্থাপনের দাবিতে বাম কৃষক সংগঠনের মিছিল শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : তিন মাস ধরে চলা মণিপুরের গোষ্ঠী হিংসার প্রতিবাদ জানিয়ে রবিবার আগরতলা রাজপথে মিছিল সংঘটিত করলো বাম তিনটি কৃষক সংগঠন। এদিন বিকেলে মেলার মাঠ স্থিত সি.পি.আই.এম জেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল। ক্ষেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং জি এম পি -র পক্ষ থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

উপস্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, মনিপুরে যে জাতি ডাঙ্গা সংঘটিত হচ্ছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং যেসব ঘটনা সংঘটিত হয়েছে তা নিয়ে শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের মানুষ ছিঃ ছিঃ করছে। এবং মনিপুরের ঘটনার প্রতিবাদে লন্ডন, আমেরিকায় চলছে বিক্ষোভ। এবং এই কলঙ্কিত ঘটনার জন্য ডাবল ইঞ্জিন সরকারকে দায়ী করলেন পবিত্র কর। তিনি বলেন দুর্ভাগ্যের বিষয় হলো তিন মাসে মধ্যে ১ ঘন্টা সময় হলো না দেশের প্রধানমন্ত্রীর কাছে সেই রাজ্যের মানুষের কথা শোনার জন্য। মহিলা সংক্রান্ত অপরাধমূলক ভিডিও যখন ভাইরাল হয়েছিল তখন প্রধানমন্ত্রী শুধুমাত্র ছত্রিশ সেকেন্ডের বক্তব্য দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোন শব্দ নেই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ ধরনের নীরব ভূমিকার ক্ষোভ প্রকাশ করেন পবিত্র কর। তিনি বলেন সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্য তিনটি কৃষক সংগঠন প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করে মনিপুরের শান্তি পুনঃস্থাপন করার দাবি জানায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য