Thursday, January 23, 2025
বাড়িরাজ্যড্রাগস সেবনকারীকে আটক করে ঘাস খাওয়ালেন গ্রামবাসী

ড্রাগস সেবনকারীকে আটক করে ঘাস খাওয়ালেন গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : ড্রাগস সেবনকারীকে আটক করে ঘাস খাইয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী। এই অভিনব শাস্তি লক্ষ্য করা গেছে রবিবার বিশালগড় রঘুনাথপুর এলাকায়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় আরো এক ব্যক্তি।

 এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী জানান তিনি এদিন সকালবেলা দোকান থেকে লক্ষ্য করেন এক ব্যক্তি অটো গাড়ির মধ্যে বসে সিরিজ দিয়ে ড্রাগস সেবন করছেন। সাথে সাথে তাকে আটক করে জানতে পারে তার বাড়ি সোনামুড়ায়। ড্রাগস সেবনের জন্য তিনি এলাকায় এসেছেন। কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তি এসে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া চেষ্টা করে। তখন এলাকাবাসী তাদের আটক করার চেষ্টা করলে একজন পালিয়ে যায়। পরে এলাকাবাসী আটক হওয়া ব্যক্তিকে মাটি থেকে খুড়িয়ে ঘাস খাইয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আটক করে টি আর ০৭ এ ২৩৬৬ নম্বরের একটি গাড়ি।

 পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে এ ধরনের ড্রাগস সেবনের ফলে প্রতিদিন ঝরে যাচ্ছে অকালে বহু প্রাণ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় এ ধরনের ঘটনা অহরহ হচ্ছে। সাধারণ মানুষ দায়িত্ব নিয়ে তাদের আটক না করলে পুলিশ প্রশাসন কুম্ভ নিদ্রায় ঘুমাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য