স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : অভিযোগ শেষ পর্যন্ত সত্য হলো। বাঁকা পথে পি.আর.টি.সি তৈরি করে ইন্টার্ভিউ দিতে এসে আটক বিহারের যুবক। রাজ্যের বেকাররা তাকে পুলিশের হাতে তুলে দেয়। এস এস সি -র সেনা বাহিনীর জি ডি পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগে রাজ্যের নির্দিষ্ট আসনে চাকরি বাগিয়ে নিতে চাইছে বহিঃরাজ্যের যুবরা।
অভিযোগ অবৈধভাবে পি আর টি সি তৈরি করেছে তারা অর্থের বিনিময়ে। জানা গেছে শুক্রবার সকালে বিহারের এক যুবক শালবাগান বিএসএফ ক্যাম্পে ইন্টারভিউ দিতে আসেন। তখনই রাজ্যের চাকরি প্রত্যাশী কিছু যুবক তাকে আটক করে। বিহারের যুবককে জিজ্ঞাসা করতেই সঠিক উত্তর দিতে পারেনি সে। বিহারের যুবকের কাছে পাওয়া যায় ত্রিপুরার গোমতী জেলা থেকে তৈরি পিআরটিসি সহ বিহারের কিছু সার্টিফিকেট। ধৃত যুবক স্বীকার করেছে ১ লাখ টাকার বিনিময়ে পি আর টি সি তৈরি করেছে সে। তারপরেই রাজ্যের যুবকরা তাকে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগেই এস এস সি জি ডি পরীক্ষা দেওয়া রাজ্যের যুবকরা অভিযোগ করেছিলেন অর্থের বিনিময়ে বাইরের যুবকদের পি আর টি সি তৈরির বিষয়টি।