স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : সাব্রুম মহকুমার হরিণ নন্দী গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শুভাশিস নাহা। ঘটনা শুক্রবার বিকেলে। শুভাশিস নাহা নামের ওই ব্যক্তি বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় গবাদি পশু আনতে গেলে একটি বিদ্যুৎ পরিবাহী তার সেখানে ছিড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ব্যক্তির।
বিদ্যুৎ পরিষেবা ছিন্ন করার জন্য ফোন করা হয় স্থানীয় ফ্যাট নামক বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীদের কাছে। দীর্ঘ প্রায় ঘন্টাখানে পড়ে থাকে এই মৃত ব্যক্তি। বিদ্যুৎ পরিষেবা ছিন্ন না করার কারণে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসেও মৃত ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কিন্তু বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে কিনা সেই বিষয়টা হলফ করে কেউই বলতে পারছে না। যার কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হরিনা নন্দীগ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করে। যার কারনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।