স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : শুক্রবার আগরতলা পুর নিগম রাজধানীর দুর্গা চৌমুহনি থেকে বড়জলা বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে উচ্ছেদ অভিযান চালায়। মূলত রাস্তার দুই পাশে সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ এইদিন জেসিবি দিয়ে ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়। দখল মুক্ত করা হয় রাস্তার দুই পাশে থাকা সরকারি জায়গা। এইদিনের উচ্ছেদ অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন নিগমের আধিকারিকরা। উচ্ছেদ অভিযানের বিষয়ে বলতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার জানান, দুর্গা চৌমুহনী থেকে বড়জলা বাজার পর্যন্ত স্মার্ট সিটির কাজ চলছে।
তাই রাস্তার দুই পাশে যে সকল অবৈধ নির্মাণ ছিল সেই গুলি যেন মালিকরা স্বেচ্ছায় সরিয়ে নেয় তার জন্য আগাম নোটিস দেওয়া হয়েছিল। নোটিস পাওয়ার পরও অনেকে সরকারি জায়গা থেকে অবৈধ নির্মাণ সরায় নি। তাই এইদিন অবৈধ নির্মাণের বিরদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মূলত আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিগম এলাকার রাস্তার পাশে সরকারি জায়গায় থাকা অবৈধ নির্মাণ ভেঙ্গে সরকারি জায়গা দখল মুক্ত করার যে উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পুর নিগম, তা অবশ্যই প্রশংসনীয়। এদিকে এক আইনজীবীর দেওয়াল ভেঙে দেওয়া হয়। এবং সেই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। কোন ধরনের নোটিশ ছাড়াই দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছে নিগম কর্তৃপক্ষ বলে অভিযোগ।
এ বিষয়টি নিয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানান আইনজীবী দ্বীপজ্যোতি পাল। কিন্তু এই উচ্ছেদ অভিযান চালানোর ক্ষেত্রেও কোথাও যেন নিগমের গাফিলতি রয়েছে। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বছরের পর বছর সরকারি জায়গায় অবৈধ নির্মাণ করে ব্যবসা চালানোর পরও নিগম বারে বারে উচ্ছেদ অভিযানের উদ্যোগ গ্রহণ করে পিছু হাঁটছে। তবে আজকের অভিযানে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। আগামী দিনে পুর নিগমে এই সকল অবৈধ নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় কিনা সেটাই এখন দেখার।