Wednesday, October 30, 2024
বাড়িরাজ্য৩২ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র

৩২ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই :প্রতিদিনের মতো শুক্রবারও আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হলেন মেয়র দীপক মজুমদার। তিনি এদিন শহরের ৩২ নং ওয়ার্ডের অন্তর্গত মন্ত্রীবাড়ি রোড এলাকা এবং রবীন্দ্রপল্লী এলাকা পরিদর্শনে যান। কথা বলে স্থানীয়দের সাথে। এলাকার বিভিন্ন সমস্যা চাক্ষুষ করেন তিনি। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, দীর্ঘ ২৫ বছর কমিউনিস্ট পরিচালিত পুর নিগম এই এলাকায় ঠিকভাবে কাজ করে নি।

 এলাকায় ড্রেইনের উপর স্লেভ করার প্রয়োজন এবং রাস্তা সংস্কারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে এলাকার মানুষ। এলাকাবাসীর দাবি মেনে সেই কাজগুলি দ্রুত করা হবে। তিনি আরো বলেন, নিগম এলাকায় যারাই রাস্তাঘাট বেদখল করে নির্মাণ সামগ্রী ফেলে রেখেছে অথবা ড্রেইন ভরাট করে নিকাশী ব্যবস্থার উপর প্রভাব ফেলছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শহরবাসী এই সমস্যা নিয়ে নিগমের সাহায্য নিতে পারছে। এ ধরনের পদক্ষেপ নেওয়ার পেছনে মূলত উদ্দেশ্য হলো আগরতলা শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে এবং নাগরিক পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে নিগম কর্তৃপক্ষ বদ্ধপরিকর। বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলি সঠিকভাবে পালন করার চেষ্টা করছে বলে জানান মেয়র। বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় চলছে স্মার্ট সিটির কাজ। শহরের সৌন্দর্য বৃদ্ধি সহ নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুর নিগম। তার জন্য প্রায় প্রতিদিন পালা করে নিগমের মেয়র দিপক মজুমদার নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ড গুলি পরিদর্শন করছেন। এদিন মেয়রের সাথে ছিলেন পুর নিগমের আধিকারগণ সহ এলাকার বিশিষ্ট জনেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য