Wednesday, October 30, 2024
বাড়িরাজ্যবিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জুলাই : বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের অধীনে মধ্য প্রতাপগড় ইউ পি এইচ সি-র উদ্যোগে এক সচেতনতা মূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। রামঠাকুর সংঘ এলাকায় অবস্থিত উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। মূলত হেপাটাইটিস রোগের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

এইদিনের শোভাযাত্রাতে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সচেতনতা মূলক শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার প্রোগ্রাম অফিসার ডাক্তার সুখেন্দু নাথ। তিনি জানান হেপাটাইটিস রোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যুব সমাজ বেশি আক্রান্ত হচ্ছে। তাই প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে হেপাটাইটিস বি ও সি পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার পর যাদের রিপোর্ট পজেটিভ আসবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এই বিষয়ে সকলকে সচেতন করার লক্ষ্যে এইদিন সচেতনতা মূলক র্যাতলির আয়োজন করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য