স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : রবিবার গভীর রাতে সব্জী বাজারের কালি মন্দিরে তালা ভেঙ্গে প্রনামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বের দল। ঘটনা শান্তির বাজার সবজি বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, চোরের দল মন্দির থেকে প্রনামী বাক্সটি নিয়ে পাশের এক দোকানে বাক্সটি ভেঙ্গে রেখে চলে যায়। সোমবার সকালে বাজার ব্যবসায়ীদের নজরে আসার পর খবর দেয় শান্তির বাজার থানায়।
মন্দির কমিটির লোকজনেরা পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তাদের অভিযোগ চুরির বিষয়ে থানায় জানানোর পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায় নি। তাদের আরো অভিযোগ পুলিশ রাতের বেলা বাজারে সঠিকভাবে ডিউটি করে না। তাই চোরের দল চুরির সুযোগ পাচ্ছে। এই চুরি কান্ডে প্রনামী বাক্স থেকে প্রায় নগদ কয়েক হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে ধারনা। শহরে এইভাবে চুরিকান্ড ঘটাতে নিরাপত্তাহীনতায় ভূগছে শান্তির বাজারের ব্যাবসায়ীরা। পরে পুলিশ এসে অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে।