স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রতিরোধের উপর সোমবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় ভি.এইচ.এ.টি-র উদ্যোগে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এইদিনের কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরি দুলাল আচার্য সহ অন্যান্যরা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে কোন রোগ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঘটা করে গাছ লাগানো হয়। কিন্তু যে পরিমাণে গাছ লাগানো হয়েছে বিগত বছর গুলিতে বর্তমানে সেই পরিমাণে গাছ নেই। কারন গাছ লাগানো হলেও গাছ বাঁচানোর কোন পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তাই গাছ বাঁচানোর উপর জোর দিতে হবে বলে জানান তিনি।