Saturday, July 27, 2024
বাড়িরাজ্যত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে তীব্র নিন্দা কংগ্রেসের

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে তীব্র নিন্দা কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন দখলদারি নিয়ে যে নোংরা জঘন্য রাজনীতি শুরু হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা নেই। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন ত্রিপুরা রাজ্য অলিম্পিক এসোসিয়েশনের সহ সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের একটি বড় ক্রীড়া সংগঠন হলো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন।

বিস্তর টাকা নয় ছয় হয়েছে বলে সংগঠনের দুই গোষ্ঠী একে অপরকে চোর বলে আখ্যায়িত করছে। এই সংগঠন দিন দুপুরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুষ্টিবাদী লড়াই করছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এই কাণ্ড আবারো স্পষ্ট করে দিয়েছে রাজ্যে আইনের শাসন নেই। এ সরকার মুখে যাই বলুক না কেন বাস্তবায়ন করতে পারছে না। সরকার শুধু খেলাধুলার প্রসারের কথা বলছে। প্রতিশ্রুতি দিয়েছিল খেলাধুলা দিয়ে রাজ্যের যুবক যুবতীদের জীবনধারণের ব্যবস্থা করবে, এবং খেলাধুলাকে কাজে লাগিয়ে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার চেষ্টা করবে। কিন্তু ক্রীড়াবিদদের লাঞ্ছিত হতে হচ্ছে। এবং থানায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে তাদের। এটা সারা দেশের কাছে লজ্জা বলে জানান আশিস কুমার সাহা। তিনি আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো বলেন টিসিএ -র এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। বহু রাঘব বোয়ালের নাম উঠে আসবে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ের এগুলি সংঘটিত হচ্ছে। এতে শহরবাসী আতঙ্কিত হয়ে উঠেছে। সুশাসনের নামে চলছে দুঃ শাসন ও কুশাসন। বিজেপি দলে আজ একটা বড় অংশ সমাজদ্রোহীদের জন্য হয়ে গেছে। যারা মানুষের কাছ থেকে প্রতিদিন তোলাবাজি এবং দালালি করে চলেছে। তারা মুখে যাই বলুক না কেন বাস্তবায়ন হচ্ছে না। বর্তমান শাসক দলের যারা আদর্শগত ভাবে বিজেপি করতেন তারা অন্ধকারে চলে গেছে বলে জানান শ্রী সাহা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য